ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

বড় ভূমিকম্পের আগাম বার্তা দিল আবহাওয়া অফিস

২০২৫ নভেম্বর ২১ ১৯:৫২:৫৮
বড় ভূমিকম্পের আগাম বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন যে ঢাকা ও আশপাশের অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং যেকোনো সময় দেশে বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়। এতে সাতজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী নিহত, নারায়ণগঞ্জে ২ জন, নরসিংদীতে ২ জন, এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন এবং সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রুবাইয়াত কবির বলেন—ঢাকায় সাম্প্রতিক দশকগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

দেশের অন্যান্য অঞ্চলে ৪–৫ মাত্রার যে কম্পন অনুভূত হয়েছে সেগুলোর উৎপত্তিস্থল দেশের বাইরে

ঐতিহাসিকভাবে এ অঞ্চলে বহু বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে এটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকা

“যেকোনো সময় বড় ভূমিকম্প হতে পারে, তবে ঠিক সময় নির্ধারণ করা সম্ভব নয়।”

ভূমিকম্প গবেষক হুমায়ুন আখতার জানান—২০০৩ সালে রাঙামাটির বরকল ইউনিয়নে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল

১৯১৮ সালে বাংলাদেশের ভেতরে ৮ মাত্রার সর্বোচ্চ ভূমিকম্প রেকর্ড করা হয় তিনি বলেন, “আমরা বহুবার সরকারকে বলেছি যে ভূমিকম্প মহড়ার বিকল্প নেই। বিপুল বাজেট রাখা হলেও যথাযথ প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে