ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন আজহারী 

২০২৫ নভেম্বর ২১ ১৯:৪৯:৪০
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন আজহারী 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী পরিবর্তন করেছে—এমন একটি ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনার সৃষ্টি হয়।

ভুয়া তথ্যের প্রসার ঘটায় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সকলকে সতর্ক করেন। তিনি জানান, যাচাইবিহীন তথ্য প্রচার করা ইসলামে নিষিদ্ধ এবং এতে বিভ্রান্তি ছড়ায়। এ ধরনের পোস্ট শেয়ার না করার আহ্বান জানান তিনি।

গুজবের পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-৫ আসনে প্রার্থী পরিবর্তনের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। দলটি নির্দিষ্ট করে ওই আসনসহ অন্যান্য আসনের মনোনীত প্রার্থীদের তালিকাও প্রকাশ করে, যাতে বিভ্রান্তি দূর হয়।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নবীউল্লাহ, জামায়াত নেতা ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, এবং ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও সাম্প্রতিক কার্যক্রম দেখানো হয়।

এই সংবাদটির মূল বিষয় ছিল—ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন সংক্রান্ত ভুয়া পোস্ট, আজহারীর বিভ্রান্তি প্রতিরোধে করা সতর্কবার্তা, এবং জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া গুজব-খণ্ডন বক্তব্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে