ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পে দেওয়াল চাপা: ছেলে নিহত, বাবা আইসিইউতে

২০২৫ নভেম্বর ২১ ১৬:৫৩:১১
ভূমিকম্পে দেওয়াল চাপা: ছেলে নিহত, বাবা আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার সকালে দেশে আঘাত হানা ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাসার দেওয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওমরের বাবা উজ্জ্বল। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ​ঘটনার বিবরণ ​শুক্রবার সকালের দিকে ভূমিকম্প চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে।

শিশু ওমর এবং তার বাবা উজ্জ্বল সেই সময় বাড়িতেই ছিলেন। ভূমিকম্পের তীব্রতায় তাদের বাসার দেওয়াল ধসে পড়ে এবং বাবা-ছেলে দুজনেই গুরুতরভাবে চাপা পড়েন। ​গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এরপর প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ​

চিকিৎসা ও বর্তমান অবস্থা ​ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। ​এদিকে, নিহত ওমরের বাবা উজ্জ্বলের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ​স্বজনের বক্তব্য ​নিহত ওমরের চাচা জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভূমিকম্পের সময় তারা (বাবা-ছেলে) বাসায় ছিলেন।

ওই সময় বাসার দেওয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে এ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে।"

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে