ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

ঢাবি হলের চারতলা থেকে লাফ দিয়ে আহত শিক্ষার্থী

২০২৫ নভেম্বর ২১ ১২:৪২:৪২
ঢাবি হলের চারতলা থেকে লাফ দিয়ে আহত শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফিয়ে পড়ে তানজির হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। তানজিরের বন্ধু রাফিজ খান জানান, এতে তার একটি পা ভেঙে যায়।

জানা গেছে, তানজির হোসেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। ভূমিকম্পের সময় তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ আতঙ্কিত হয়ে চারতলা থেকে লাফ দিলে তার ডান পা ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাফিজ খান আরও জানান, ভূমিকম্পের সময় তানজির গুরুতর আহত হন। পরে বিভাগের সিনিয়র ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পের অবস্থান ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর, দ্রাঘিমা ৯০.৫১° পূর্ব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে