ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

২০২৫ নভেম্বর ২১ ১২:৩৮:৪৫
ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের এই কম্পনে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে।

সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশ অফিসার সার্জেন্ট আনিসুর রহমান (Sgt. Anisur Rahman) এর পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটি অনুভূত হয় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) বলেছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ রিখটার স্কেল। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

পৃথিবীর এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মিরপুরের বাসিন্দা মেহেরুন্নেছা জানান, “আমাদের বাসা ৬ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হয়। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে নামি। কিছু সময়ের মধ্যে কম্পন থেমে যায়।”

পার্শ্ববর্তী দেশ ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন ধরা পড়ে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে