ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

২০২৫ নভেম্বর ২১ ১২:০৫:২৪
বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ঘটনার পর জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

বেলা ১১টা ১৭ মিনিটে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন—“ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কমসংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই তালিকায় আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ এখনো রয়েছে। এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দেবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।”

পোস্টে তিনি কোরআনের একটি আয়াতও উদ্ধৃত করেন—“তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন, তিনি তোমাদেরসহ এই জমিনকে ধসিয়ে দেবেন না? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে?”—(সুরা আল-মুলক : ১৬)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে