ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

২০২৫ নভেম্বর ২১ ১২:০১:৩৮
এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় ভোরে রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১৩৫ কিলোমিটার গভীরে। সাধারণত অগভীর ভূমিকম্প বেশি ক্ষয়ক্ষতির কারণ হলেও গভীর উৎসের কম্পনও বিস্তৃত অঞ্চলে অনুভূত হতে পারে।

এনডিটিভি জানায়, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। ফলে অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা—যেখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প নিয়মিতভাবে ঘটে এবং সীমান্ত পেরিয়ে অনুভূত হয়।

পাকিস্তানের ভৌগোলিক গঠনও দেশটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া (কেপি), গিলগিট–বালতিস্তান ইউরেশীয় প্লেটের দক্ষিণ সীমান্তে; আর সিন্ধু ও পাঞ্জাব ভারতীয় প্লেটের উত্তর–পশ্চিম প্রান্তে অবস্থিত। বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলের নিকটে আরবিয়ান ও ইউরেশীয় প্লেটের সক্রিয় সীমান্ত থাকায় সেখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি। তবে ভূমিকম্পপ্রবণ এলাকার স্বভাবগত ঝুঁকির কারণে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে