ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার রায়ের পরই প্রকাশ্যে এলো কাদের মোল্লার সেই চিঠি

২০২৫ নভেম্বর ২১ ০৯:২৮:৩৫
হাসিনার রায়ের পরই প্রকাশ্যে এলো কাদের মোল্লার সেই চিঠি

নিজস্ব প্রতিবেদক : অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বহাল রাখার রায়ের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার একটি হাতে লেখা চিঠি, যা নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চ মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে গত ১৭ নভেম্বর রায় ঘোষণা করে।

রায়ের ঘনিষ্ঠ সময়ের মধ্যেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান সামাজিক মাধ্যমে শেয়ার করেন কাদের মোল্লার একটি পুরনো লেখা চিঠি, শিরোনাম হিসেবে ব্যবহার করেছেন “অবিচার থেকে বিচার”।

চিঠিটি কথিতভাবে কাদের মোল্লার নিজের হাতে লেখা এবং এটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। চিঠিতে কাদের মোল্লা তার পুত্র গোলাম মাওলা রনিকে (“রনিকে”) উদ্দেশ্য করে লিখেছিলেন।

তিনি তার মৃত্যুর পর “ফাঁসির পর অন্তত একবার বলো বা লিখে দাও — কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়।” এমন কথা বলেছেন, যা রাজনৈতিক ও সামাজিকভাবে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন:“আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে, আর ‘কসাই কাদের’ কিয়ামত পর্যন্ত হাসবে।”

এই চিঠি শেয়ার করা হলে তা দ্রুত আলোচনায় আসে এবং অনেকেই প্রশ্ন তোলে — কেন এই চিঠি এখন, এবং এর উদ্দেশ্য কী?

সামাজিক মাধ্যমে এই চিঠি নতুন রাজনৈতিক বিপ্লবের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। সমর্থকরা এটিকে “ন্যায়বিচারের চিত্র” হিসেবে দেখছেন, যেখানে কাদের মোল্লার কথাগুলোকে তার দৃষ্টিকোণ থেকে একটি আবেগময় ব্যাখ্যা মনে করছেন।

অন্যদিকে সমালোচকরা বলছেন, এটি পুরনো ও সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক অজুহাতে পুনরায় উসকে ওঠানোর প্রচেষ্টা।

এই বিতর্কে কাদের মোল্লার অতীত অপরাধের কথা নতুন করে সামনে এসেছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ ছিল এবং এগুলোর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে