ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১৯ ১৭:৫৯:১৩
সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেলকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে, বুধবার সকালে তাকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি বিষয়টি প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম। তদন্তের পরই জানতে পারব।” তিনি আরও জানান, পুলিশের কোনো অপরাধ হয়েছে কি না তা তিনি আগে দেখতে চান।

সোহেলের স্ত্রী, সুমাইয়া সীমা অভিযোগ করেন, ঘটনার সময় পাঁচজন ব্যক্তি বাসায় ঢুকে একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে বলেন, “সোহেলের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কথা বলতে চান। তাই তাকে নিতে এসেছি।” কিছুক্ষণের মধ্যেই তাকে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি। তার ফোন নম্বর একটি সংবেদনশীল জায়গায় ব্যবহৃত হওয়ায় তথ্য যাচাইয়ের জন্য তাকে আনা হয়েছিল। পরে তাকে স্ত্রীর কাছে ছেড়ে দেওয়া হয়েছে।”

এই ঘটনার পর সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো মিডিয়া স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে