ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

যে যে মামলায় ফাঁসির রায় হলো শেখ হাসিনার

২০২৫ নভেম্বর ১৭ ১৫:১৫:৫৫
যে যে মামলায় ফাঁসির রায় হলো শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার রায়টি মোট ছয়টি অংশে উপস্থাপন করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিস্তারিত:

আশুলিয়া ও চানখাঁরপুলে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড।

আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড।

মামলার তৃতীয় আসামি মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগসমূহ:

উসকানিমূলক বক্তব্য প্রদান।

প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা।

রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে হত্যা।

আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে