ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

মাঝারি আকারের ঝুঁকিতে দেশের ব্যাংক খাত: বাংলাদেশ ব্যাংক 

২০২৫ নভেম্বর ১১ ২১:৫৩:৪২
মাঝারি আকারের ঝুঁকিতে দেশের ব্যাংক খাত: বাংলাদেশ ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা তিন মাসের ব্যবধানে কমেছে প্রায় আড়াই শতাংশ। চলতি বছরের জুন প্রান্তিক শেষে মূলধন পর্যাপ্ততা দাঁড়িয়েছে মাত্র সাড়ে চার শতাংশে, যেখানে ন্যূনতম থাকার কথা দশ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের জুন প্রান্তিকের তথ্যে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারে ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশ ব্যাংক তিন মাস অন্তর আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে এই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে। সর্বশেষ প্রকাশিত এপ্রিল–জুন প্রান্তিকের প্রতিবেদনে ব্যাংক খাতের সামগ্রিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।

রিপোর্টে দেখা যায়, জানুয়ারি–মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ৬.৭৪ শতাংশ, যা তিন মাসের ব্যবধানে প্রায় আড়াই শতাংশ কমে জুনে নেমে এসেছে সাড়ে চার শতাংশে। অথচ ব্যাংকগুলোকে ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যূনতম ১০ শতাংশ মূলধন রাখতে হয়। এই ঘাটতি ব্যাংক খাতের আর্থিক শক্তি ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ব্যাংক খাত এখন মাঝারি ঝুঁকিতে অবস্থান করছে। বিশেষ করে কোনো ব্যাংকের বড় দুই ঋণগ্রহীতা খেলাপিতে পরিণত হলে সেটি সংশ্লিষ্ট ব্যাংকের জন্য বড় আর্থিক হুমকি হতে পারে।

তবে ইতিবাচক দিক হলো, এই তিন মাসে দেশের ব্যাংক খাতের সম্পদ (অ্যাসেট) বেড়েছে ৩ শতাংশের ওপরে। অর্থাৎ, সামগ্রিক সম্পদ বৃদ্ধি থাকলেও মূলধন পর্যাপ্ততা কাঙ্ক্ষিত ব্যাসেল স্ট্যান্ডার্ডের নিচে নেমে গেছে। ফলে ব্যাংক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এখনই কাঠামোগত সংস্কার ও মূলধন পুনঃবিন্যাস জরুরি হয়ে পড়েছে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে