ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগের ঢাকা লকডাউনের পাল্টা কর্মসূচি ঘোষণা

২০২৫ নভেম্বর ১১ ১৬:৪৭:০৫
আ.লীগের ঢাকা লকডাউনের পাল্টা কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জুলাই ঐক্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।

এছাড়া, সংগঠনটি আগামী বুধবার (১২ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটসহ দেশের চার বিভাগে বিক্ষোভ মিছিল আয়োজন করবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ এ দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেন,“আগামী জাতীয় নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর বাইরে কোনও সমঝোতা ছাত্রজনতা মেনে নেবে না।”

তিনি আরও জানান,“সরকার ও রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে ছাত্রজনতা রাজপথ থেকেই তা বাস্তবায়ন করবে।”

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন সময়ের দাবি।”

এর আগে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজধানীতে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে জুলাই ঐক্য পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটি ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে