ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

হজের লটারিতে একসঙ্গে তিন ভাই-বোনের নাম

২০২৫ নভেম্বর ১১ ১৮:০৬:৫১
হজের লটারিতে একসঙ্গে তিন ভাই-বোনের নাম

নিজস্ব প্রতিবেদক: জীবনে একবার হলেও পবিত্র হজ পালন করা প্রতিটি মুসলমানেরই আজীবনের স্বপ্ন।আর সেই স্বপ্ন যদি পরিবারের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে পূরণ হয়— তবে আনন্দের সীমা থাকে না।

এমনই এক বিরল ও আবেগঘন ঘটনা ঘটেছে মিশরে— যেখানে একই পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজের লটারি জিতে আনন্দে সেজদায় লুটিয়ে পড়েন।

‘দ্য ইসলামিক ইনফরমেশন’-এর প্রতিবেদনে বলা হয়,২০২৬ সালের হজের জন্য মিশরের সরকারি লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছিল সরাসরি সম্প্রচারের মাধ্যমে।

প্রথমে ঘোষক যখন বড় বোনের নাম ঘোষণা করেন, বড় ভাই আনন্দে কেঁদে ফেলেন এবং সেজদায় লুটিয়ে পড়েন।এরপরই ঘোষক বলেন— পরবর্তী নির্বাচিত ব্যক্তি এই পরিবারেরই বড় ভাই!

সবাই তখনও বিস্ময়ে তাকিয়ে, ঠিক সেই মুহূর্তে তৃতীয় ভাইবোন, ছোট বোনের নামও ঘোষণা হয়।পুরো অনুষ্ঠানস্থল জুড়ে কান্না, তকবির আর আনন্দের আবহ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন ভাইবোন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।অনেকে মন্তব্য করেছেন—“একসঙ্গে তিন ভাইবোনের নাম ওঠা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ অনুগ্রহ।”

মিশরে হজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটারাইজড লটারির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে লাখো আবেদনকারীর মধ্যে মাত্র সীমিত সংখ্যক মানুষ নির্বাচিত হন।

প্রতিবেদন অনুযায়ী, তিন ভাইবোন আগামী বছর প্রায় ৫০ হাজার মিশরীয় হজযাত্রীর সঙ্গে সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে