ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ নভেম্বর ১১ ২০:৪৪:৪৭
‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড-এর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানিয়েছে, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকেই কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি পরপর দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে সেটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সেই নিয়মেই পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড-কে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের কারণে এর ওপর নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ঋণ সুবিধা দেওয়া থেকে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে নিষেধ করা হয়েছে, যা মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

তবে একটি ইতিবাচক তথ্য হলো, টানা তিন অর্থবছর লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে এসে কোম্পানিটি ঘুরে দাঁড়িয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছর-এর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফা করেছে। এর ফলে জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৮১ পয়সা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে