ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন নিয়ে তোপ দাগলেন এনসিপি নেতা হাসনাত

২০২৫ নভেম্বর ১১ ১৬:৩৮:৩৪
নির্বাচন নিয়ে তোপ দাগলেন এনসিপি নেতা হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা পাড়া-মহল্লায় চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো।”

সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, “বিএনপি অনেক কষ্টে দলটিকে টিকিয়ে রেখেছে। তাদের অনেক নেতাকর্মী এখন নিজ দলের ভেতরেই কোনঠাসা হয়ে আছে। তারা আমাদের বলে—দেশটাকে সঠিক পথে নিন, কারণ আমাদের দল ছিনতাই হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা ভোটের অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন—যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এমন নেতাকর্মীদের আমরা এনসিপিতে স্বাগত জানাব।”

নিজ দলের প্রসঙ্গে হাসনাত বলেন,“অনেকে বলে, চায়ের দোকানে এনসিপির আলোচনা আছে, ভোটের পর আর খবর থাকবে না। আমি বলি—ভালো কাজ অল্প লোক দিয়েই শুরু হয়। কল্যাণকামী মানুষ সবসময় সংখ্যায় কম থাকে।”

দলের ভেতরে শৃঙ্খলার অভাবের সমালোচনা করে তিনি বলেন, “৮ উপজেলার জনপ্রতিনিধির প্রয়োজনীয় সংখ্যক লোক আজ উপস্থিত নেই। শুধু কোরাম পূরণের লোক দরকার নেই, ভালো ১০ জন দিয়েই এনসিপির কমিটি হবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, “আমরা ভালো নির্বাচন আশা করি। কিন্তু অনেকেই ব্যালটের বদলে বুলেটের পথ বেছে নিয়েছেন। তারা ভাবছেন, ভয় দেখিয়ে জনগণকে দমন করা যাবে। কিন্তু যারা ভয় দেখায়, তারাই আসলে ভয় পায়।”

তিনি আরও যোগ করেন, “এখন একটি দল অস্তিত্ব সংকটে ভুগছে। জনগণই চূড়ান্তভাবে তাদের জবাব দেবে।”

বিশেষ অতিথি ছিলেন—কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ,কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া,কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার,কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ,কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম,কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে