ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক রহস্যজনকভাবে নিখোঁজ

২০২৫ নভেম্বর ১০ ১০:৫৯:৫৬
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক রহস্যজনকভাবে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান গতকাল (রোববার) থেকে নিখোঁজ রয়েছেন। তার সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সূত্র জানায়, রোববার সকালে নাঈম রহমান নিয়মিতভাবে অফিসে উপস্থিত হন। তবে দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও আইডি কার্ড অফিসে রেখে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি এক সহকর্মীকে শেষবারের মতো একটি মেসেজ পাঠান, যেখানে তিনি তার ছোট বোনের চাকরির বিষয়ে সাহায্য চান এবং লেখেন—“এটাই হয়তো আমার শেষ চাওয়া।”

এই বার্তার পর থেকেই উদ্বেগ দেখা দেয় যে, তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন এবং হয়তো নিজে থেকেই নিখোঁজ হয়েছেন বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার হয়েছেন।

সহকর্মীরা জানিয়েছেন, নাঈম রহমান ছিলেন শান্ত ও দায়িত্বশীল কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন,“আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”

ইতোমধ্যে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে অনুসন্ধান চলছে বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে