ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

‘আল্লাহর নামের চেয়ে বেশি নিয়েছি তারেক রহমানের নাম’

২০২৫ নভেম্বর ১০ ১০:১০:৫১
‘আল্লাহর নামের চেয়ে বেশি নিয়েছি তারেক রহমানের নাম’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেছেন, রাজপথে আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন,“খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো, আর তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে আমি যতবার তাদের নাম নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।”

মনোনয়ন বঞ্চিত হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,“যদি নারী কোটায় মনোনয়ন দেওয়া হয়, তাহলে রাজপথে যারা ছিলেন, তাদেরই দেওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না—নারীদের মধ্যে অধিকাংশ তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ছাড়া বাকিরা ঠিকভাবে জিয়াউর রহমানের নাম নেয় কিনা, সেটাও সন্দেহ।”

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনীত প্রার্থীর সমালোচনা করে তিনি আরও বলেন,“দল যাকে এখানে মনোনয়ন দিয়েছে, তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষ নন, মাদারীপুরের মানুষ। আমরা এতটাই হতভাগা যে আমাদের এলাকার কেউ মনোনয়ন পেল না। তৃণমূলের মানুষ যাকে চায়, সেই প্রার্থীকে পুনর্মূল্যায়নের অনুরোধ করছি।”

তিনি অভিযোগ করেন,“লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স দুই বছরও হয়নি, তাকেই মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পরেই ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির এই নেতাকর্মীদের ভোট হয়তো তাদের দরকার হবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই মনোনয়নবঞ্চিত নেতারা তার প্রার্থিতা বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে