ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

সন্তান জন্মের সময় এই দোয়া ও আমল করলে সব কষ্ট লাঘব

২০২৫ নভেম্বর ০৬ ১১:০৫:১৩
সন্তান জন্মের সময় এই দোয়া ও আমল করলে সব কষ্ট লাঘব

নিজস্ব প্রতিবেদক: নারীদের সন্তান প্রসব প্রক্রিয়াকে ডেলিভারি বলা হয়। সাধারণত দুটি পদ্ধতি রয়েছে:

নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব)

সিজারিয়ান (সি-সেকশন)

স্বাভাবিক প্রসব প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি। নরমাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কম থাকে এবং দীর্ঘমেয়াদি জটিলতার সম্ভাবনা কম হয়।

অনেকে স্বাস্থ্যগত কারণে নরমাল ডেলিভারির প্রত্যাশা রাখেন। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নরমাল ডেলিভারির জন্য কিছু প্রার্থনা ও আমল

কোরআন ও হাদিসে সরাসরি নরমাল ডেলিভারির জন্য কোনো আমলের কথা বলা হয়নি। তবে বিপদজনক মুহূর্তগুলোতে কিছু প্রার্থনা ও তিলাওয়াত করা যেতে পারে।

কিছু সূরা ও আয়াত:

সুরা রাদের (৮নং আয়াত)

সুরা ফাতির (১১ নং আয়াত)

করে দেখার পদ্ধতি:

কোনো মহিলা এই আয়াতগুলো তিলাওয়াত করে প্রসব বেদনা ভোগ করা নারীর উপর হালকা ফুঁক দিতে পারেন।

পুরুষরা পড়ে পানি বা তেল দিয়ে গর্ভবতী নারীর পেটে মালিশ করতে পারেন।

আল্লাহর গুণবাচক নাম:

اَلْمُبْدِئُ (আল-মুবদিয়ু) – আল্লাহর এই নাম উচ্চারণ করে প্রসব সহজ করার প্রার্থনা করা যেতে পারে।

বিপদের মুহূর্তে পড়ার দোয়া:

1.

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান

অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কিছুই সহজ নয়। যখন আপনি ইচ্ছা করেন, কঠিনকেও সহজ করে দেন।

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণ: রাব্বি আন্নি মাছছানিয়াদ্ব-দুররু ওয়া-আংতা আরহামুর রাহিমিন

অর্থ: হে আমার রব! আমি কষ্টে পতিত হয়েছি। আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা আল-আম্বিয়া, আয়াত ৮৩)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে