ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ঢাকায় ৭ আসনে ধানের শীষের প্রার্থী বদল, ছয়টিতে পুরনো মুখ

২০২৫ নভেম্বর ০৬ ১০:১৪:৫৫
ঢাকায় ৭ আসনে ধানের শীষের প্রার্থী বদল, ছয়টিতে পুরনো মুখ

নিজস্ব প্রতিবেদক: ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৭টি আসনে নতুন মুখ এবং ৬টিতে পুরাতন মুখ রয়েছে।

নতুন মুখ যারা:

ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে এবার সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করা হয়েছে। গত নির্বাচনে এই আসনে সৈয়দ আবু বকর সিদ্দিক প্রার্থী ছিলেন।

ঢাকা-১৬ (পল্লবী) আসন থেকে মোহাম্মদ আহছান উল্লাহ হাসান মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু এবার এখানে আমিনুল হক লড়বেন।

ঢাকা-১৮ (উত্তরা) ও ঢাকা-১৯ (সাভার) আসনেও নতুন মুখ দেওয়া হয়েছে, যেখানে গতবারের প্রার্থীরা এবার নেই।

পুরাতন মুখ যারা:

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে খন্দকার আবু আশফাককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি ২০১৮ সালের নির্বাচনেও ধানের শীষের প্রার্থী ছিলেন।

ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে আমানুল্লাহ আমান লড়বেন। গত নির্বাচনে তার ছেলে ইরফান ইবনে আমান অমি প্রার্থী হয়েছিলেন।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ-জিঞ্জিরা) আসনে এবারও গয়েশ্বর চন্দ্র রায়কে প্রার্থী করা হয়েছে।

ঢাকা-৪ (যাত্রাবাড়ী) আসনে তানভীর আহমেদ রবিন মনোনয়ন পেয়েছেন। গত নির্বাচনে সালাউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছিলেন।

ঢাকা-৫ (ডেমরা) আসনে নবীয়ুল্লাহ নবীকে পুনরায় প্রার্থী করা হয়েছে।

ঢাকা-৬ (কোটওয়ালী-সূত্রাপুর) আসনে ইশরাক হোসেন লড়বেন। গতবার এই আসনটি গণফোরামের সুব্রত চৌধুরীকে ছেড়ে দিয়েছিল বিএনপি।

ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসনে মির্জা আব্বাসকে প্রার্থী করা হয়েছে। তিনি আগের নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঢাকা-১১ (বাড্ডা) আসনে এম এ কাইয়ুম লড়বেন। গতবার এই আসনে শামীম আরা বেগম বিএনপি থেকে লড়াই করেন।

ঢাকা-১২ (তেজগাঁও) আসনে সাইফুল আলম নীরবকে প্রার্থী করা হয়েছে। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনেও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।

ঢাকা-১৫ (কাফরুল) আসনে শফিকুল ইসলাম খান লড়বেন। গত নির্বাচনে মোহাম্মদ শফিকুল রহমান প্রার্থী ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। তিনি বলেছেন যে, তারা দলের পুরনো প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন, তবে কিছু আসনে পরিবর্তন এনেছেন নতুনদের সুযোগ দেওয়ার জন্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে