ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি

২০২৫ নভেম্বর ০৫ ১১:০৪:৫১
নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি, যিনি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্য ডেমোক্র্যাটিক রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার জানিয়েছে, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব নেওয়ার মাধ্যমে মামদানি একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন। ৩৪ বছর বয়সী এই রাজনীতিক পূর্বে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন।

মামদানির বিজয়ী বক্তৃতা ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটারে হওয়া উচিত ছিল। তবে সোমবার তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের জন্যই আজ এই শহরে ইতিহাস রচিত হলো।”

তার জয়কে শহরের বহুজাতি ও বহুধর্মীয় ভোটাররা অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। সমর্থকরা মনে করেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়; বরং জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাস্তব ইস্যুতে মনোযোগী প্রচারণার ফলাফল।

আল জাজিরা আরও উল্লেখ করেছে, মামদানির বিজয় ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রজন্মের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ছিলেন ধনী দাতাদের প্রভাবিত ‘পুরোনো ধারার’ নেতা, আর মামদানি প্রতিনিধিত্ব করেছেন তরুণ সমাজতান্ত্রিক ও মধ্যপন্থি ভোটারদের।

নিউইয়র্কের ব্রঙ্কসের সমাজকর্মী জোশুয়া উইলসন বলেন, “ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পুরো আমেরিকা রাজনৈতিকভাবে বিভক্ত। এমন সময়ে নতুন ও তরুণ কণ্ঠের উত্থান জরুরি।”

মামদানির বিজয় কেবল একটি ব্যক্তি নয়, বরং নিউইয়র্কের ডেমোক্র্যাটিক রাজনীতিতে নতুন দিকনির্দেশনার প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে