ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তি বিষয়ে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

২০২৫ নভেম্বর ০৪ ১৮:০২:২৯
মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তি বিষয়ে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত (সরকারি বেতনভুক্ত) করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশেষ নির্দেশনা দিয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক–৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত এ নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ২০১৫–২০১৬ অর্থবছরে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্তির প্রস্তাবের বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন।

প্রথম পর্যায়ে, যেসব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮’–এর শর্ত পূরণ করেছে, সেগুলোকে এমপিওভুক্ত করা হবে। তবে এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণের কথা বলা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে, একই নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে জেলা প্রশাসকদের প্রতিবেদন পর্যালোচনা করে অবশিষ্ট মাদ্রাসাসমূহকে ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এমপিওভুক্ত মাদ্রাসা ও শিক্ষকের সংখ্যা চূড়ান্তকরণের আগে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে। এমপিওভুক্তকরণের পর সংশ্লিষ্ট মাদ্রাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে।

এর আগে, জাতীয়করণের ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় রাজধানীতে টানা ২৪ দিন ধরে আন্দোলন করছেন ইবতেদায়ি শিক্ষকরা। তাদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণেই দাবি বাস্তবায়নে দেরি হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে