ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

রিজিক কমে যাওয়ার ৪টি প্রধান কারণ

২০২৫ নভেম্বর ০৪ ১১:৪৯:২৫
রিজিক কমে যাওয়ার ৪টি প্রধান কারণ

নিজস্ব প্রতিবেদক: রিজিক বা জীবিকার উৎস আল্লাহতায়ালার অমূল্য নেয়ামত। হালাল রিজিক শুধু জীবনের চাহিদা পূরণ করে না, বরং ইবাদত কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্তও। কিন্তু অনেক সময় মানুষ পরিশ্রম করার পরও উপার্জনের বরকত হারায়। কোরআন ও হাদিসে রিজিক কমার কয়েকটি কারণ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

১. হারাম উপার্জন

রিজিক কমার প্রধান কারণ হলো অবৈধ বা হারাম পথে অর্থ উপার্জন। আল্লাহ বলেন,“হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো।” (সুরা বাকারা : ১৬৮)

যে ব্যক্তি হারাম পথে অর্থ আয় করে, তার উপার্জনে বরকত থাকে না। নবীজি (সা.) বলেছেন, হালাল উপার্জনে বরকত দেওয়া হয়।

২. সুদের কারবারে জড়িত থাকা

সুদ শুধু ব্যক্তিগত নয়, সামাজিক বরকতও নষ্ট করে। কোরআনে বলা হয়েছে, “আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন।” (সুরা বাকারা : ২৭৬)

সুদের সঙ্গে যুক্ত থাকলে জীবিকার বরকত চলে যায়।

৩. প্রতারণা ও মিথ্যা কসম

ব্যবসা বা লেনদেনে প্রতারণা ও মিথ্যা কসমও রিজিকের জন্য ক্ষতিকর। নবীজি (সা.) সতর্ক করেছেন,“বেচাকেনার সময় মিথ্যা কসম থেকে সাবধান থেকো। বিক্রি বেশি হতে পারে, কিন্তু বরকত নষ্ট হয়।” (মুসলিম : ১৬০৭)

৪. অকৃতজ্ঞতা

আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না হলে বরকত কেটে যায়। কোরআনে বলা হয়েছে,“আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো, আমার শাস্তি বড়ই কঠোর।” (সুরা ইবরাহিম : ৭)

হালাল পথে উপার্জন করা, সততা বজায় রাখা, কৃতজ্ঞ থাকা এবং সুদের মতো পাপ থেকে দূরে থাকা—এই চারটি আচরণ রিজিকের বরকত ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে