ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

২০২৫ নভেম্বর ০৪ ১০:২১:২৫
যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তবে আন্দোলন ও সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। এছাড়া একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। এর মধ্যে একটি জেলা রয়েছে, যেখানে কোনো প্রার্থী দেওয়া হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাগেরহাটের তিনটি আসনের কোনোটিতেই প্রার্থী দেওয়া হয়নি। তালিকায় এই আসনের ঘরগুলো খালি রাখা হয়েছে।

দলটির খালি রাখা ৬৩টি আসনের মধ্যে ৪০টি আসন জোটসঙ্গীদের দেওয়ার কথা ভাবছে।বাকি ২৩ আসনে কেন্দ্রীয় কমিটি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি; সেগুলো নিয়ে পরে ঘোষণা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে