ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতাদের নাম

২০২৫ নভেম্বর ০৪ ০০:৩১:৩১
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই প্রাথমিক তালিকায় নেই দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও পরিচিত মুখের নাম।

ঘোষিত তালিকায় দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও যুগ্ম মহাসচিব পদে থাকা অনেক সিনিয়র নেতার নাম অনুপস্থিত।

তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। প্রয়োজনে যেকোনো সময় এতে সংশোধনী আসতে পারে বলে জানান তিনি।

সন্ধ্যায় ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় দেখা যায়, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী ও আমিনুর রশিদ ইয়াসিনের নাম বাদ গেছে।

তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও সদ্য মনোনীত হুমায়ুন কবীরের নামও। যদিও জানা গেছে, রুহুল কবির রিজভী মনোনয়ন প্রত্যাশী ছিলেন না।

একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও এবার প্রার্থী তালিকায় নেই। ঢাকা-১০ আসনে বিগত সময়ে নির্বাচনে অংশ নেওয়া নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবিও বাদ পড়েছেন।

এছাড়া মাগুরা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তবে তিনিও বাদ পড়েছেন প্রাথমিক তালিকা থেকে।

দলীয় সূত্র জানায়, বিএনপি এবার ‘এক পরিবারে একজন প্রার্থী’ নীতিতে অটল থেকেছে। ফলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, নাজিম উদ্দীন আলম, আবদুল কাদির জুয়েল, রফিকুল ইসলাম মজনু, বজলুল করিম আবেদ, হাসান আল মামুন ও সাইফুল ইসলাম ফিরোজের নামও।

তবে, সিনিয়র নেতাদের মৃত্যুর কারণে তাদের আসন থেকে অনেকের সন্তান বা স্ত্রীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে