ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংক-ইবনে সিনা নিয়ে বিতর্কে জামায়াতের ব্যাখ্যা

২০২৫ অক্টোবর ২৮ ১৫:৪৮:৫৪
ইসলামী ব্যাংক-ইবনে সিনা নিয়ে বিতর্কে জামায়াতের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের সঙ্গে জামায়াতে ইসলামী’র কোনো ধরনের মালিকানার সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন,“বিএনপির দাবি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো মালিকানার সম্পর্ক নেই। তারা এই বিষয়টি অযথা বিতর্কিত করছে।”

তিনি আরও বলেন,“বিএনপিও অনেক বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করে। চাইলে আমরাও তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারতাম, কিন্তু তা করিনি।”

এই বৈঠকে বিএনপির দেওয়া আপত্তি নিয়ে আলোচনা হয়। বিএনপি দাবি করেছে, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা—এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে না রাখার দাবি জানিয়েছে তারা।

গত ২৩ অক্টোবর বিএনপি সিইসির কাছে ৩৬ দফার প্রস্তাবনা জমা দেয়। সেখানে বলা হয়—“নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ব্যাংক ও হাসপাতালগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটগ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।”

বিএনপির দাবিকে ‘বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে জামায়াত নির্বাচন কমিশনে ১৮ দফা পাল্টা প্রস্তাবনা দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকে প্রায় ৫ হাজার কর্মকর্তার নিয়োগ বাতিল এবং সেখানে নতুনভাবে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে