ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

২০২৫ অক্টোবর ২৭ ১৮:০৪:৪৭
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিধিমালায় শাপলা প্রতীকের কোনো উল্লেখ না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। এ বিষয়ে স্বপ্রণোদিতভাবে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপি সেটি পাবে না। ইসি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।”

উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে। ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি, অস্থায়ী কক্ষ প্রায় ১২,০০০। প্রতি কক্ষে গড়ে প্রায় তিন হাজার ভোটার থাকবেন।

সিনিয়র সচিব জানান, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া চলমান। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এই সপ্তাহেই শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, “সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাকি সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব।”

এ ছাড়া গণভোট সম্পর্কিত কোনো তথ্য এখনো কমিশনের কাছে নেই।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে