ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

হঠাৎ নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

২০২৫ অক্টোবর ২৭ ১০:৪৩:০৭
হঠাৎ নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর ধেছুয়াপালং দক্ষিণ কম্বনিয়া জামে মসজিদে রবিবার (২৬ অক্টোবর) এশার নামাজের সময় হঠাৎ স্ট্রোক করে হাফেজ নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নামাজের দ্বিতীয় রাকাতের তাশহুদে বসার সময় হঠাৎ তিনি ডানদিকে ঢলে পড়েন। মুসল্লিরা দ্রুত জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ও তার মাথায় পানি দেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাফেজ নুরুল ইসলাম কম্বনিয়া হেফজখানার শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি ভদ্র, নম্র, বিনয়ী ও সৎ চরিত্রের জন্য এলাকায় পরিচিত ছিলেন। তিনি স্থানীয় মৃত কবির আহমদ মিয়াজির ছেলে।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে