ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শাস্তির দাবিতে ফারইস্ট লাইফের গ্রাহক-কর্মচারীদের মানববন্ধন

২০২৫ অক্টোবর ২৬ ১৫:৪৬:১০
শাস্তির দাবিতে ফারইস্ট লাইফের গ্রাহক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আত্মসাৎ করা প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সকল দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ক্ষুব্ধ কর্মীরা দুদক-এ একটি স্মারকলিপিও জমা দেন, যেখানে রিমান্ডে থাকা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম-এর কঠোর শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে ফারইস্ট লাইফের আরেক অভিযুক্ত সাবেক এম এ খালেকেরও শাস্তি দাবি করা হয়েছে।

মানববন্ধনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান বলেন, "আমরা আত্মসাৎ হওয়া টাকা ফেরত চাই।" অন্যদিকে, রিকভারি সেকশনের ইনচার্জ মাসুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "নজরুল-খালেকরা নজিরবিহীন লুটপাটের মাধ্যমে ঐতিহ্যবাহী ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সকে শেষ করে দিয়েছে।" তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত চেয়ারম্যানরা টাকা পাচার করে নিয়ে গেছে এবং "তারা আইনের ফাঁকফোকর গলে বের হয়ে যাচ্ছে। একটা ইঁদুর-বিড়াল খেলা চলছে। আর আমরা সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি।"

প্রতিষ্ঠানটির আইন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে এবং দুদক-এ অভিযোগ জানানো হয়েছে। তিনি দুদক-কে ধন্যবাদ জানান দুর্নীতিবাজ নজরুল ইসলামকে গ্রেপ্তার করার জন্য।

গ্রাহক ও কর্মকর্তাদের অভিযোগ অনুসারে, ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৪০ লাখ গ্রাহকের অবদানে ফারইস্ট লাইফের তহবিলে প্রায় ৪ হাজার কোটি টাকা জমা হয়। কিন্তু সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এম এ খালেক তাদের নিজেদের লোক বসিয়ে ভুয়া খরচ, কাগুজে বিনিয়োগ এবং ম্যানেজমেন্ট কারসাজির মাধ্যমে সেই বিপুল অর্থ আত্মসাৎ করেন। অভিযোগ রয়েছে, আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছে। ফলস্বরূপ, ৪০ লাখ গ্রাহক তাদের প্রাপ্য অর্থ না পেয়ে প্রতিদিন কোম্পানির অফিসে গিয়ে আহাজারি করছেন।

এই অর্থ আত্মসাতের বিষয়ে গত ২৩ অক্টোবর কোম্পানির সম্পদ ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলার আসামি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই কোম্পানির সম্পদ ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও এমডিসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক-এর উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানটির অনুকূলে ৩৩.৫৬ শতাংশ জমিসহ ভবন ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেন। তারা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাত ব্যক্তিদের নামে এই অর্থ স্থানান্তর করে অবৈধ উৎস গোপন করার মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই মামলায় নজরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, এম এ খালেক ও তার স্ত্রী সাবিহা খালেকসহ মোট ২৪ জন আসামি রয়েছেন।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে