ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

বাংলাদেশী হানিয়া আমিরের রূপের আড়ালে ভয়ংকর অপরাধ

২০২৫ অক্টোবর ২৩ ১৬:০০:৫২
বাংলাদেশী হানিয়া আমিরের রূপের আড়ালে ভয়ংকর অপরাধ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে মাদক সম্রাট জুবায়েরের স্ত্রী ফাইজা আক্তার ও তার এক সহযোগী আইয়ুব আলীকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা টেকনাফ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সম্প্রতি কক্সবাজারের টেকনাফে সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছিল বিজিবি। সেই অভিযানে মাদক সম্রাট মোহাম্মদ জুবায়েরের স্ত্রী ফাইজা আক্তার ও তার এক সহযোগী আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো হলুদ রঙের প্যাকেটে মোড়ানো ছিল।

ভিডিওতে দেখা যায়, ফাইজা আক্তারকে দুইজন নারী বিজিবি সদস্যের সঙ্গে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মিষ্টি চেহারা এবং নিষ্পাপ চাহনি নিয়ে অনেকেই মুগ্ধ হলেও তার পেছনে রয়েছে এক ভয়ংকর কালো অধ্যায়। জানা গেছে, ফাইজা আক্তার দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর নিশ্চিত হওয়া যায় যে, জুবায়েরের বিলাসবহুল বাড়িটি ছিল মাদকের মজুদ ও বিপণনের কেন্দ্র।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফাইজা আক্তারের গ্রেপ্তারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই এ নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন। কেউ কেউ বলেছেন, “সব সুন্দরী বউ কেবল মাদক ব্যবসায়ীদের কপালেই জোটে।” অন্যরা মন্তব্য করেছেন, “এজন্যই কেবল রূপের পেছনে ছোটা উচিত নয়।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে