ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

১৫ কর্মকর্তাকে যে কারাগারে রাখা হবে জানালেন চিফ প্রসিকিউটর

২০২৫ অক্টোবর ২২ ১০:৫০:০৭
১৫ কর্মকর্তাকে যে কারাগারে রাখা হবে জানালেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে, তা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ— জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-১ এই ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারিক প্যানেলের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর বলেন,“আসামিদের কোথায় রাখা হবে, সেই সিদ্ধান্ত নিবে কারা কর্তৃপক্ষ। আদালতের আদেশ বাস্তবায়নে সহযোগিতার জন্য সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ।”

পরবর্তী শুনানির তারিখ:

গুম মামলার শুনানি: ২০ নভেম্বর

রামপুরা গণহত্যা মামলা (১৮-১৯ জুলাই ২০২৪): ৫ নভেম্বর

পলাতক আসামিদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন আদালত।

তালিকায় রয়েছেন—র‍্যাবের সাবেক এডিজি: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক: মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, বিজিবি ও সেনাবাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তারা, র‍্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালকসহ উচ্চপদস্থ ১৫ কর্মকর্তা

১১ অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, অভিযুক্তদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে।১২ অক্টোবর সরকারের জারি করা প্রজ্ঞাপনে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন MES ভবন-৫৪-কে সাময়িক কারাগার ঘোষণা করা হয়, যা কার্যকর হয় ১৩ অক্টোবর।

তবে এখনো নিশ্চিত নয়, ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এই ভবনেই রাখা হবে কিনা। কারা কর্তৃপক্ষ বিষয়টি চূড়ান্ত করবে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।২৫ জন সেনা কর্মকর্তা— বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।আদালতের নির্দেশে ২১ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার ও ২২ অক্টোবর হাজির করা হয়েছে আসামিদের।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে