ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ অক্টোবর ২২ ০৯:২৯:৪৪
ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এমন দাবিকে 'আংশিক সঠিক' এবং 'বিভ্রান্তিকর' বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আসিফ মাহমুদের দেওয়া তালিকার বেশিরভাগ চুক্তি বা প্রকল্প আসলে "অস্তিত্বই নেই", কিছু আবার স্থগিত নয় বা বাতিল হয়নি, বরং চলমান রয়েছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কেবল গার্ডেন রিচ শিপবিল্ডার্সের সঙ্গে টাগবোট কেনার একটি চুক্তি বাতিল করেছি। বাকি যেসব নাম এসেছে, তার অনেকগুলো প্রকল্প বা চুক্তি বাস্তবে নেই, বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে।”

আসিফের দাবি বনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা:

বাতিল:

টাগবোট চুক্তি (গার্ডেন রিচ, ভারত)

নেই এমন চুক্তি/প্রকল্প:

ত্রিপুরা-চট্টগ্রাম রেলসংযোগ

অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ

ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প

ফারাক্কা বাঁধ সংক্রান্ত আর্থিক সহায়তা

সিলেট-শিলচর সংযোগ

পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ

চলমান/স্থগিত নয়:

আশুগঞ্জ-আগরতলা করিডর (আসলে "আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর")

মোংলা ও মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (বাতিলের প্রক্রিয়ায়)

কুশিয়ারা ও গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি (এখনও বহাল)

আদানি পাওয়ার চুক্তি (পুনর্বিবেচনায়)

তিস্তা পানি চুক্তি (চূড়ান্ত নয়, আলোচনাধীন)

পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য:“তালিকাটি একজন উপদেষ্টা পোস্ট করেছেন, হয়তো না করলেও পারতেন। এ নিয়ে আমি মন্তব্য করব না।”তিনি আরও বলেন, “সরকারের সমন্বয়হীনতা” নিয়ে মন্তব্য করাও তার এখতিয়ারের বাইরে।

আসিফ মাহমুদ, গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, গত রবিবার একটি ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে সম্পাদিত ১০টি চুক্তি বাতিল হওয়ার দাবি জানান। তার দেওয়া ফটোকার্ডে এসব চুক্তির নাম, সাল ও বর্তমান অবস্থা উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যার পর এই তালিকা নিয়ে সরকারের অভ্যন্তরীণ সমন্বয় ও বার্তা সংকট নিয়ে প্রশ্ন উঠেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে