ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

শাপলা ছাড় না দিলে বড় ধাক্কা খাবে এনসিপি

২০২৫ অক্টোবর ১৪ ১৬:৫৪:৩২
শাপলা ছাড় না দিলে বড় ধাক্কা খাবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৯ অক্টোবরের মধ্যে শাপলা প্রতীকের বিকল্প না বাছলে, নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন:“এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা ব্যাখ্যা চেয়েছিল, আমরা দিয়েছি। তবে শাপলার বিষয়ে কমিশনের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে।”

তিনি জানান, নির্বাচন বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। যদি এনসিপি নতুন প্রতীক না চায় বা বিকল্প না জমা দেয়, তাহলে কমিশন নিজের বিবেচনায় তাদের জন্য প্রতীক নির্ধারণ করবে।

ইসি সচিব আরও বলেন:“নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সচিবালয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান চলছে। স্থানীয় পর্যবেক্ষকদের সহায়তায় কাজ এগিয়ে যাচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে