ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

একদিন উত্থানের পর ফের বেহাল দশা শেয়ারবাজারে

২০২৫ অক্টোবর ১৪ ১৫:৪৬:৪৩
একদিন উত্থানের পর ফের বেহাল দশা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ কর্মদিবসে ২৪৫ পয়েন্ট পতনের পর সোমবার কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এদিন সূচক বাড়ে ২৫ পয়েন্টের কিছু বেশি। তবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সেই ইতিবাচক ধারা ধরে রাখতে পারেনি বাজার। দিনের শুরুতে সূচক দ্রুত উর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত পতনেই দিন শেষ হয়েছে।

আগের দিনের উত্থানে অনেক বিনিয়োগকারী আশা করেছিলেন, বাজারের উন্নতি আরও বিস্তৃত হবে। দিনটির শুরুতেও সে আশা জোরালো হয়—দুপুর সাড়ে ১১টার মধ্যেই ডিএসইর প্রধান সূচক প্রায় ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৭৪ পয়েন্টে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকেই সূচকে টানা পতন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। প্রত্যাশা জাগানো উত্থান শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৯৭.২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস কমেছে ৬.১১ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ১ হাজার ১১১.৬২ পয়েন্টে,আর ডিএসই-৩০ সূচক কমেছে ১৪.২৩ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৯৫.৬৫ পয়েন্টে।

মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ২৩৩টির কমেছে এবং ৫৮টির অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও বাজারে কিছুটা গতি লক্ষ্য করা যায়। মঙ্গলবার ডিএসইতে মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৫৩০ কোটি টাকার তুলনায় বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনটি শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। এখানে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৯ কোটি ৬৩ লাখ টাকার চেয়ে কিছুটা কম।

সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দর বেড়েছে, ১১০টির কমেছে এবং ৩৪টির অপরিবর্তিত রয়েছে। সার্বিকভাবে সূচক সিএএসপিআই ৫২.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩.৭৮ পয়েন্টে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে