ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

‘সেফ এক্সিট’ বিতর্কে হঠাৎ মুখ খুললেন উপদেষ্টা জাহাঙ্গীর

২০২৫ অক্টোবর ১১ ১০:২১:৪০
‘সেফ এক্সিট’ বিতর্কে হঠাৎ মুখ খুললেন উপদেষ্টা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : সেফ এক্সিট ইস্যুতে চলমান আলোচনা নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘অনেকে অনেক কিছু বলতেই পারেন, কিন্তু প্রশ্ন তো আর থামানো যায় না।’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র আয়োজিত কঠিন চীবর দান উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এমনকি ঢাকার এক সাংবাদিকও তা স্বীকার করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এর আগে উপদেষ্টা সারজিস আফ্রিন এক মন্তব্যে বলেন, ‘মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই।’ অপর এক উপদেষ্টা বলেন, ‘আমি এক্সিট খুঁজছি না, বাকি জীবন বাংলাদেশেই কাটাতে চাই।’

আশুলিয়ার এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়কের সভাপতি রতনশ্রী মহাথের। অতিথিদের মধ্যে আরও ছিলেন এইএস-এর এমডি শুভাশীষ চাকমা, আলিফ গার্মেন্টসের চেয়ারম্যান আকতার হোসেন রানা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভুষণ বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোড।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে