ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

‘বাংলাদেশি’ সন্দেহে পুশ-আউট: হাইকোর্টের ঐতিহাসিক রায়

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:৩৩:২২
‘বাংলাদেশি’ সন্দেহে পুশ-আউট: হাইকোর্টের ঐতিহাসিক রায়

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া (Push-out) অবৈধ ও আইনবহির্ভূত বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের কারাগারে আটক থাকা ছয় ভারতীয় নাগরিককে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সোনালি খাতুন নামের এক গর্ভবতী নারীসহ দুটি পরিবারের ছয় সদস্যকে ‘বাংলাদেশি’ সন্দেহে দিল্লি পুলিশ আটক করে এবং মাত্র দুই দিনের ব্যবধানে বাংলাদেশে পাঠিয়ে দেয়। যদিও বীরভূম জেলা পুলিশ তাদের ভারতীয় নাগরিকত্বের পক্ষে আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিলসহ একাধিক প্রমাণ দেয়।

বাংলাদেশে ঠেলে দেওয়ার পর তারা কিছুদিন সাধারণভাবে অবস্থান করলেও পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে তারা সেখানকার কারাগারে আটক, এবং সোনালি খাতুন বর্তমানে আট মাসের গর্ভবতী।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর বেঞ্চ বলেন:আটক ও পুশ-আউট বেআইনি ছিল।নাগরিকত্ব যাচাইয়ের ৩০ দিনের সময়সীমা থাকা সত্ত্বেও মাত্র ২ দিনে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে।প্রশাসনকে এমন ‘বেছে বেছে বাড়িতে গিয়ে বিদেশি বলার’ অধিকার দেয়নি আইন।

একজন মানুষের জন্ম ২০০০ সালে হলে তিনি ১৯৯৮ সালে বেআইনি অনুপ্রবেশকারী হতে পারেন না।এ রায়কে "মাইলফলক" আখ্যা দিয়ে পরিযায়ী শ্রমিক সংগঠন ও তৃণমূল কংগ্রেস বলছে,“এই রায় অন্য রাজ্যে কাজ করতে যাওয়া বাংলাভাষীদের সুরক্ষার পথ খুলে দিল।”

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন,“এই রায় না হলে তাদের ‘বাংলাদেশি’ প্রমাণ করে দেওয়া হত। এটা মানুষের জয়।”

বাংলাদেশের কারাগারে আটক সোনালি খাতুনের চিকিৎসা বর্তমানে জেলের ডাক্তার দ্বারা সীমিতভাবে চলছে। কারাগারে হাসপাতাল না থাকায় জরুরি প্রয়োজনে বাইরের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হতে পারে।

গত চার মাস ধরে ভারতের একাধিক রাজ্যে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বিশেষ অভিযান চলছে। বাংলায় কথা বললেই সন্দেহভাজন বানানোর অভিযোগ উঠেছে। অনেক পশ্চিমবঙ্গবাসী শ্রমিককে চিহ্নিত ভুল করে পুশ-আউট করা হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে