ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রতারণার নতুন কৌশল- 'কলম প্যাকেজিং জব'

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১২:৪৯:৫২
প্রতারণার নতুন কৌশল- 'কলম প্যাকেজিং জব'

নিজস্ব প্রতিবেদক : দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন প্রতারণা। তার সর্বশেষ সংস্করণ— 'কলম প্যাকেজিং জব'। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই মিথ্যা চাকরির বিজ্ঞাপন দেখে প্রতিদিন প্রতারিত হচ্ছেন দেশের হাজারো মানুষ, বিশেষ করে প্রান্তিক এলাকার নারী ও শিক্ষার্থীরা।

ফেসবুকে ‘ঘরে বসে ইনকাম’ বা ‘কলম প্যাকেজিং জব’ শিরোনামে পোস্ট দিয়ে প্রলোভন দেখায়—"প্রতিদিন ৫০০–১০০০ টাকা ইনকাম", “মাসে ১৫,০০০ টাকা বেতন”।

আবেদন করতে বলা হয় অগ্রিম ফি (৩০০–৫০০০ টাকা পর্যন্ত)।এরপর পর্যায়ক্রমে আরও টাকা দাবি করা হয় ‘মাল পাঠানো’, ‘ফর্ম পূরণ’ বা ‘সদস্যপদ’ ইত্যাদির নামে।কিন্তু বাস্তবে কোনো কাজ নেই, কোনো উপার্জন নেই—শুধু টাকা হাতিয়ে নেয় চক্রটি।

ভুক্তভোগীদের করুণ অভিজ্ঞতা:

আজমিরা খাতুন:প্রথমে ১৫০০ টাকা পাঠান, এরপর আরও টাকা চাইলে ফেরতের দাবি করেন। প্রতিশ্রুতি দিয়েও যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।

শারমিন সুলতানা:ঘরেই বসে কাজ করার আশায় টাকা দেন। প্রতারণার পর স্বামীর সন্দেহে মারধরের শিকার হন, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

নীলাঞ্জনা চম্পা (নারী উদ্যোক্তা):তার ভাষায়, "অনেক ছাত্রী ও গৃহবধূ ৮–১০ হাজার টাকা ধার করে দিয়েছেন। পরে তাদের পরিবারে নির্যাতনের শিকার হচ্ছেন।"

মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে,“ঘটনা নজরে এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে সতর্কভাবে অনলাইন কার্যক্রম পরিচালনার অনুরোধ করছি।”তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে