ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গালাগালের শিকার হয়ে যা বললেন তাসনিম জারা

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১২:৩৭:১৩
গালাগালের শিকার হয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং সদস্যসচিব আখতার হোসেন। সফরসঙ্গী ছিলেন এনসিপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-এর একাংশের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ ও গালাগালি করে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার পর মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি লেখেন:“ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।”

তিনি আরও লেখেন,“ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা গড়ব মর্যাদার রাজনীতি। মর্যাদা মানে শুধু নেতাদের নয়, প্রতিটি নাগরিকের সম্মান।”

ডা. তাসনিম জারা তার পোস্টে মর্যাদার রাজনীতির কয়েকটি দিক তুলে ধরেন:

ঘুষ ছাড়াই নাগরিকদের সরকারি সেবা পাওয়া

হাসপাতাল ব্যবস্থায় ভিআইপিবিহীন সেবা নিশ্চিত

রাজনীতিকদের প্রভু নয়, সেবক হওয়া

নারীদের নিরাপত্তা

ছাত্রদের ওপর গুলি নয়

মতপ্রকাশের স্বাধীনতা — সমালোচনার স্বাধীনতা

তিনি লিখেন,“বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে