ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন কমলেও আলোচনায় চার খাত

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:২৯:৫৮
সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন কমলেও আলোচনায় চার খাত

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৪–১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই নিম্নমুখী প্রবণতায় ছিল। সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৯.৯৩ পয়েন্টে নেমে আসে। এ সময়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ২৪২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা কম।

তবে এই নেতিবাচক প্রবণতার মাঝেও চারটি খাতে বিনিয়োগকারীরা মুনাফা তুলতে সক্ষম হয়েছেন। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়—সেবা ও আবাসন, বস্ত্র, প্রকৌশল এবং সিমেন্ট খাতে দরবৃদ্ধি হয়েছে, যা বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে।

সবচেয়ে বেশি ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে সেবা ও আবাসন খাতে। সপ্তাহজুড়ে খাতটির রিটার্ন বেড়েছে ২.৬০ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, প্রতিদিন গড়ে প্রায় ২৩ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। এ খাতের মধ্যে শীর্ষ অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট, যার শেয়ার দর এক সপ্তাহে ১০.৫৯ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বস্ত্র খাতে। সপ্তাহজুড়ে এ খাতে রিটার্ন বেড়েছে ০.৭০ শতাংশ। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৬ কোটি ২৫ লাখ টাকা, গড়ে প্রতিদিন প্রায় ৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে। সবচেয়ে নজরকাড়া সাফল্য পেয়েছে এনভয় টেক্সটাইল, যার শেয়ার দর ১৮.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬১ টাকায়।

তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। সাপ্তাহিক রিটার্নে এ খাতের শেয়ারের দর বেড়েছে ০.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে মোট ৩৯৫ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে, প্রতিদিনের গড় লেনদেন প্রায় ৭৯ কোটি টাকা। খাতটির শীর্ষে ছিল ওয়ালটন হাইটেক, যার শেয়ার দর ১৯ টাকা ৩০ পয়সা বেড়ে ৪৭৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

এ ছাড়া সিমেন্ট খাতেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে এ খাতে রিটার্ন বেড়েছে ০.৫০ শতাংশ। মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৬ লাখ টাকা, প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ১৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। বিশেষভাবে আলোচনায় ছিল ক্রাউন সিমেন্ট, যার শেয়ার দর এক সপ্তাহে ১৪.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ৩০ পয়সায়।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে