ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শ্রমিকদের বেতন পরিশোধে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৭:১৮:০৬
শ্রমিকদের বেতন পরিশোধে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি

নিজস্ব প্রতিবেদক: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে গ্রুপের মালিকানাধীন গুরুত্বপূর্ণ সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছেন। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন সম্পত্তি বিক্রির জন্য একটি খসড়া পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে রাজধানীর অভিজাত এলাকায় অবস্থিত গুলশান ৭ নম্বর রোডের প্লট-৬, যেখানে সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে; যার মোট আয়তন প্রায় ২ লাখ ৬ বর্গফুট। এছাড়াও, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় প্রায় ৫ বিঘা জমি, নারায়ণগঞ্জ জেলার চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর একটি মূল্যবান প্লট এবং বাজারমূল্যে আনুমানিক ৮৬ কোটি টাকার বিভিন্ন কোম্পানির শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে।

নাসা গ্রুপ জানিয়েছে, খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হওয়ায় এখন দ্রুত অন্যান্য আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সম্পত্তিগুলোর বিক্রি কার্যক্রম শুরু করা হবে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে চলতি মাসসহ আগের মাসেরও শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য প্রাপ্যতা পরিশোধের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিকদের আন্দোলন ও দাবির মুখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এই পদক্ষেপ থেকে বোঝা যায়, কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে আগ্রহী এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে সম্পত্তি বিক্রির প্রক্রিয়াটি কত দ্রুত সম্পন্ন হবে এবং এতে শ্রমিকদের আস্থা কতটা ফিরে আসবে, সেটিই এখন দেখার বিষয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে