ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একটা সময় আসে, যখন থামা যায় না: জাহেদ উর রহমান

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৩:২০:৪২
একটা সময় আসে, যখন থামা যায় না: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: বর্তমান রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক সংসদ নির্বাচনের দাবি। এই দাবির যৌক্তিকতা, রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে মত দিয়েছেন বিশ্লেষক জাহেদ উর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল "জাহেদ’স টেইক"–এ এই বিষয়ে বিশ্লেষণ করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, পিআর ভিত্তিক নির্বাচনের দাবিটি জামায়াতকে সাময়িক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে, বিশেষ করে মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক মহলে। তবে এই ইস্যুতে অতিরিক্ত প্রচার ও আগ্রাসী কৌশল শেষ পর্যন্ত দলটির জন্য ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি মনে করেন, এই দাবিকে জামায়াত বিএনপির ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে— যেন তারা রাজনৈতিক সমীকরণে প্রাসঙ্গিকতা পায়।

পিআর পদ্ধতির পক্ষে জামায়াত যে যুক্তিগুলো দিচ্ছে, যেমন—মনোনয়ন বাণিজ্য কমবে, পেশিশক্তি কমবে, নির্বাচন শান্তিপূর্ণ হবে

তার মতে, পিআর পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন নির্ভর করে দলের কেন্দ্রীয় তালিকার ওপর, যেখানে জনগণের প্রত্যক্ষ চাপ বা জনপ্রিয়তার প্রতিফলন হয় না। এর ফলে বরং মনোনয়ন বাণিজ্য ও অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়তে পারে।

তিনি স্পষ্টভাবে বলেন:“পিআর মানে সবাই ভদ্র হয়ে যাবে — এমন ভাবাটা অবাস্তব। ভোট তো চাই-ই চাই। তার জন্যই প্রতিদ্বন্দ্বিতা হবে, মাঠে সংঘর্ষ হবে, পেশিশক্তি ব্যবহৃত হবে। এটা থেমে যাবে এমন যুক্তি শিশুসুলভ।”

জাহেদ বলেন, জামায়াত এই ইস্যুতে এতটাই সরব হয়ে উঠেছে যে পিআর বাস্তবায়ন না হলে সেটি তাদের জন্য রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা দেবে। এটি দলটির ইগোর ইস্যু হয়ে উঠতে পারে।

যদি তারা পিআর দাবি আদায় না করে নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি ভবিষ্যতে দলটির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল করে দিতে পারে।

জামায়াত বলছে, দেশের ৭১% মানুষ নাকি পিআরের পক্ষে, কিন্তু তারা এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র দেখাতে পারেনি। এমনকি গণভোট চেয়ে যে দাবিও তারা তুলেছে, সেটিও বাস্তবসম্মত রূপরেখায় রূপ পায়নি।

জাহেদ উর রহমান পরামর্শ দেন, জামায়াত চাইলে এখনো কৌশলগতভাবে কিছুটা পিছিয়ে এসে রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান সামাল দিতে পারে। তবে তারা যদি আরও আগ্রাসী হয়ে এগিয়ে যায়, তাহলে নিজেরাই রাজনৈতিক ফাঁদে পড়ে যেতে পারে।

“একটা সময় আসে, যখন থামা যায় না — তখনই বিপদ হয়। জামায়াত সেই পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে