ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একসঙ্গে ৬ দেশের ভূমিকম্পে থমকে গেল সবাই

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৯:০১:৪২
একসঙ্গে ৬ দেশের ভূমিকম্পে থমকে গেল সবাই

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা সম্পর্কে এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার এবং মৃদু ধরনের।

বিশেষত শুধু বাংলাদেশ নয়, একই সময়ে দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি দেশ—ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার এবং চায়না—একসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন বলেন, “ভূমিকম্প হয়েছে, এটা নিশ্চিত। তবে এর উৎপত্তিস্থল ও অন্যান্য বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি এবং শিগগিরই জানানো হবে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম অঞ্চল থেকে হয়েছে। এ পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে