ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মারা গেছেন মুফতি আহমদুল্লাহ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৫:৪৯:৫৮
মারা গেছেন মুফতি আহমদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—মারা গেছেন দেশের অন্যতম প্রবীণ আলেম ও মুহাদ্দিস, শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে আজ রাত ৯টায়, চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শৈশব ও শিক্ষাজীবন

মুফতি আহমদুল্লাহ ১৯৪১ সালের ১ মে চট্টগ্রামের পটিয়া থানার নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মাওলানা ঈসা (রহ.) এবং মা ছিলেন জিরি মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আহমদ হাসান (রহ.)-এর কন্যা।

মাত্র ১০ বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ করেন। এরপর জিরি মাদরাসায় দাওরায়ে হাদিস শেষ করেন এবং প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি পাকিস্তানের জামিয়া আশরাফিয়া, লাহোর থেকে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং মাওলানা ইদরিস কান্ধলভি ও মাওলানা রসুল খানের মতো বিশিষ্ট আলেমদের সান্নিধ্য লাভ করেন।

গবেষণা, শিক্ষাদান ও আধ্যাত্মিক পথচলা

১৯৬৭ সালে তিনি দারুল উলুম করাচিতে ইফতা বিভাগে ভর্তি হন এবং মুফতিয়ে আজম পাকিস্তান আল্লামা মুহাম্মদ শফি উসমানির (রহ.) নিকট থেকে ফিকহে পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে ১৯৬৮ সালে জিরি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন এবং ২৩ বছর সেখানে পাঠদান করেন।

১৯৯১ সালে পটিয়া মাদরাসায় যোগ দেন এবং ২০২২ সাল পর্যন্ত সেখানে শায়খুল হাদিস ও প্রধান মুফতির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধারে মুফতি, মুহাদ্দিস এবং আধ্যাত্মিক শিক্ষক। হাফেজ্জি হুজুর (রহ.)-এর কাছ থেকে তাসাউফে ইজাজত ও খেলাফত লাভ করেন তিনি ১৯৮১ সালে।

রচনাবলী ও অবদান

মুফতি আহমদুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—

দাফউল ইলতিবাস

মাশায়েখে চাটগাম (চট্টগ্রামের মনীষীদের নিয়ে লেখা দুই খণ্ডের বই)

আন-নাফহাতুল আহমাদিয়্যাহ ফিল খুতুবাতিল মিম্বারিয়্যাহ

তাজকেরাতুন নুর

তাসকিনুল খাওয়াতির ফি শরহিল আশবাহি ওয়ান্নাওয়াযির

ইসলামের দৃষ্টিতে শেয়ারবাজার ও মাল্টিলেভেল মার্কেটিং

যুগোপযোগী দশ মাসায়েল

মাজহাব ও মাজহাবের প্রয়োজনীয়তা

তিনি ছিলেন চিন্তাশীল, প্রজ্ঞাবান ও বাস্তবভিত্তিক ইসলামি আলোচনার এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে ইসলামি সমাজে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে