ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাকসু নির্বাচনেও স্বামী-স্ত্রীর দম্পতি জুটি জয়ী

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১২:২৬:০৭
জাকসু নির্বাচনেও স্বামী-স্ত্রীর দম্পতি জুটি জয়ী

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে স্বামী-স্ত্রীর দম্পতি হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দুজনই জয়ী হয়েছেন।এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন প্রধান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফলাফলের বিবরণ:

নিগার সুলতানা: সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (ছাত্রী) – ২,৫৬৬ ভোট

হাফেজ তারিকুল ইসলাম: কার্যকরী সদস্য – ১,৭৪৬ ভোট

হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী এবং নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে হাফেজ তারিকুল ইসলাম জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, আর নিগার সুলতানা কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে নিয়োজিত আছেন।

এবার নির্বাচনে জাকসু'র ২৫টি পদে মোট ১৭৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ১০ জন এবং এজিএস নারী পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে