ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাণিজ্যিক জমি নিবন্ধনে বড় পরিবর্তন আসছে

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১২:৫১:৪৬
বাণিজ্যিক জমি নিবন্ধনে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে বিডার ওয়ানস্টপ সার্ভিস (OSS) প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিডা চেয়ারম্যান বলেন,“সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কার্যকর হবে না। এজন্য বিডার সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটালাইজড করা হচ্ছে। তবে, ডিজিটাল সেবা কার্যকর করতে হলে সেবাগ্রহীতাদের সচেতনতাও বাড়াতে হবে।”

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে উদ্যোক্তারা একই প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল সেবা পেতে শুরু করবেন।

অনুষ্ঠানে বিডার ওয়ানস্টপ সার্ভিস (OSS) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের ৫টি নতুন সেবা যুক্ত করা হয়। এর ফলে বর্তমানে প্ল্যাটফর্মে মোট ৪৭টি সংস্থার ১৪২টি সেবা অনলাইনে পাওয়া যাবে।

এই সেবার আওতায় বিনিয়োগকারীরা ভূমি নিবন্ধন, লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন অনুমোদন সংক্রান্ত কাজ অনলাইনে করতে পারবেন।

বিডা চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দেড় বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট সকল সরকারি সেবা এক প্ল্যাটফর্মে এনে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে