ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রশিবির নিয়ে ভুল প্রতিবেদনে ক্ষুব্ধ বিএনপি নেতা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৬:৫৪:০৪
ছাত্রশিবির নিয়ে ভুল প্রতিবেদনে ক্ষুব্ধ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং সামগ্রিক ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন বিএনপি'র একজন নেতা। বুধবার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি ডাকসু নির্বাচনের ফলাফল, বিভিন্ন ছাত্র প্যানেলের অংশগ্রহণ এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

ভাষণে তিনি উল্লেখ করেন যে, তিনি পত্র-পত্রিকায় ডাকসু ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর দেখেছেন এবং ব্যক্তিগতভাবে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, "এটাই গণতন্ত্রের রীতি।" তবে, তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল।

বিএনপি নেতা কয়েকটি পত্রিকায় "ছাত্র শিবিরের প্যানেল" জয়ী হওয়ার খবর প্রকাশের বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, তার জানামতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং তাদের নামে কোনো প্যানেলও ছিল না। তিনি প্রশ্ন তোলেন, কেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে আসছে। তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছে।

তিনি বিভিন্ন প্যানেলের নাম উল্লেখ করেন, যেমন – স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, সমন্বিত শিক্ষার্থী সংসদ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, অপরাজিত একাত্তর অদম্য চব্বিশ। তবে, তিনি জানান, যারা "ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট" ব্যানারে জয়ী হয়েছেন, তিনি তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান।

বিএনপি নেতা বলেন, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থান এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি একটি বড় সংগ্রাম। তিনি এমন একটি রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন যা গণতান্ত্রিক, সহনশীল, সহমর্মী এবং জবাবদিহিতামূলক। তিনি ফ্যাসিবাদ, ব্যক্তিস্বৈরতান্ত্রিক পদ্ধতি, দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতি, সংসদীয় একনায়কতন্ত্র এবং একদলীয় রাষ্ট্রব্যবস্থার উত্থান কামনা করেন না।

তিনি জোর দিয়ে বলেন, "আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম।" এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে।

ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে রাজনীতির পাঠশালা। সেখান থেকেই জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে। সুতরাং ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে।" তবে, তিনি এমন ছাত্র রাজনীতি চান না যা ফ্যাসিবাদী গোষ্ঠীর অতীতের নজির স্থাপন করেছে। তিনি এমন ছাত্র রাজনীতি কামনা করেন, যার মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক, সাম্যভিত্তিক, সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করা।

তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, "আমরা এমন রাষ্ট্রব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন করার রাজনীতি।" এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য তারা নিজেরা সংগ্রাম করছেন, প্রস্তুত হচ্ছেন এবং প্রতিষ্ঠা করবেন বলে জানান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে