ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দেশব্যাপী লোডশেডিং হতে পারে যতদিন 

২০২৫ সেপ্টেম্বর ১০ ১০:১৮:০২
দেশব্যাপী লোডশেডিং হতে পারে যতদিন 

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে দেশের একাধিক বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশেই লোডশেডিং শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু কেন্দ্র উৎপাদনে ব্যর্থ হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে সাময়িকভাবে সারা দেশে লোডশেডিং চালু রাখতে হচ্ছে।

পিডিবির আশা, আগামী দু–তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। এ সময় জনগণকে ধৈর্য ধরতে ও সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এর আগে, ১ আগস্ট প্রকল্প সংক্রান্ত কাজের কারণে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল।পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সেদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল।

পিজিসিবি জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে