ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এস আলমের দুই ছেলেসহ ফেঁসে গেলেন ১০ জন

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৭:৩৮:৪২
এস আলমের দুই ছেলেসহ ফেঁসে গেলেন ১০ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ভুয়া পে-অর্ডার তৈরি করে বিপুল পরিমাণ কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তার পাশাপাশি এক সাবেক কর কমিশনারও রয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন:

আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম (এস আলম গ্রুপের পরিচালক)

মো. হেলাল উদ্দিন (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খাতুনগঞ্জ শাখা; বরখাস্ত)

মুহাম্মদ আমির হোসাইন (পটিয়া)

মো. আহসানুল হক (সাবেক কর্মকর্তা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আইসিটি বিভাগ)

মোহাম্মদ রুহুল আমিন, শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন, গাজী মুহাম্মদ ইয়াকুব

আমিনুল ইসলাম (সাবেক উপকর কমিশনার, কর অঞ্চল-১, চট্টগ্রাম)

দুদকের এজাহারে বলা হয়েছে, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে ২০২১-২২ অর্থবছরের কর রিটার্নে ২৫ কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেখিয়ে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।

তদন্তে উঠে এসেছে, পে-অর্ডার তৈরির সময় ব্যাংক হিসাবে কোনো অর্থ ছিল না। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ব্যাংক হিসাব সংশোধন করে জাল নথি তৈরি করা হয় এবং ব্যাংকের কিছু কর্মকর্তা ভুয়া প্রত্যয়নপত্রও প্রদান করেন। এমনকি সংশ্লিষ্ট কর কমিশনার ভুয়া পে-অর্ডার নথিভুক্ত করেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব লেনদেনকে “সম্পূর্ণ বানোয়াট ও জাল” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে