ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যাংকারদের রাজপথে নামতে বাধ্য করছে কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ আগস্ট ০৪ ১৫:৪৪:২৩
ব্যাংকারদের রাজপথে নামতে বাধ্য করছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই উপলক্ষে ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তাতে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারসহ কর্মকর্তাদের শোভাযাত্রায় উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। বিষয়টি কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়,"যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকাজুড়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রতিটি ব্যাংকের অংশগ্রহণ একান্ত কাম্য।"

শোভাযাত্রার সময় ও স্থান

তারিখ: ৫ আগস্ট (মঙ্গলবার)

সময়: দুপুর ১টা

স্থান: বিজয় সরণি-তেজগাঁও-নভোথিয়েটার এলাকা

ব্যাংকগুলো ইতোমধ্যে নিজস্ব ব্যানার তৈরি করছে

ঢাকার প্রধান কার্যালয় ও শাখা থেকে কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে

মৌখিক নির্দেশনার পাশাপাশি লিখিতভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে

এ ধরনের আয়োজনে ব্যাংক কর্মকর্তাদের সংযুক্তি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, ব্যাংকিং সেবায় সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের এইভাবে অ-ব্যাংকিং কর্মকাণ্ডে যুক্ত করা ব্যাংকিং কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে