ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

আল-আকসায় প্রার্থনার দাবিতে সৌদির হুঁশিয়ারি

২০২৫ আগস্ট ০৩ ১৭:০৩:৫৯
আল-আকসায় প্রার্থনার দাবিতে সৌদির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভির-এর সফর এবং সেখানে প্রার্থনার দাবিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।

রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,"পবিত্র আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের একের পর এক উস্কানিমূলক আচরণ অত্যন্ত উদ্বেগজনক। এসব কাজ এই অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে।"

বিবৃতিতে আরও বলা হয়,"আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কর্মকাণ্ড চালানো হচ্ছে, তা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। সৌদি আরব এই বিষয়ে তার কঠোর ও অটল অবস্থান বজায় রাখবে।"

এর আগে রোববার সকালেই বেন-গভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে প্রার্থনার দাবি করেন। তিনি বলেন,"আমি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য প্রার্থনা করেছি। গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের পক্ষে আমি স্পষ্ট অবস্থান নিয়েছি।"

দীর্ঘদিন ধরে চালু থাকা ‘স্ট্যাটাস কো’ অনুযায়ী, আল-আকসা মসজিদ পরিচালনা করে জর্ডানিয়ান ওয়াকফ ফাউন্ডেশন। এই নিয়ম অনুযায়ী, ইহুদিদের সেখানে প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা করা নিষিদ্ধ।

তবে বেন-গভিরসহ অনেক ইসরায়েলি ডানপন্থী নেতা এই নিয়ম পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছেন, যা ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করছে।

সাম্প্রতিক এই সফরকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে দেখছে আরব ও ইসলামিক দেশগুলো। অনেক বিশ্লেষকের মতে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে