ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

এবার সংশোধনের পথে ইসলামী আদর্শের সেই ব্যাংকটি

২০২৫ জুলাই ০৮ ২০:১৮:৩৭
এবার সংশোধনের পথে ইসলামী আদর্শের সেই ব্যাংকটি

নিজস্ব প্রতিবেদক: টানা ৮ কর্মদিবস ধারাবাহিক উত্থানের পর এবার মুনাফা তোলার প্রক্রিয়ায় দেখা গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী আদর্শের আলোচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে। আট কর্মদিবসে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১২ টাকা ৫০ পয়সা বা ৩৫.২৮ শতাংশ।

ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দুই কর্মদিবসে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। আবার আলোচ্য ৮ কর্মদিবসে ডিএসইর সূচকে কোম্পানিটি প্রতিদিনই বড় ধরনের অবদান রেখেছে। গত গত ৩০ জুন ব্যাংকটি ডিএসইর সূচকে প্রায় ২১ পয়েন্ট যোগ করে বাজারকে বড় দরপতন থেকে রক্ষা করেছে।

দীর্ঘ আট কর্মদিবস দর বৃদ্ধির পর আজ মঙ্গলবার ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৩.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দাম ৪৩ টাকা ৭০ পয়সা থেকে ৪৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। আজ ডিএসইতে ইসলামী ব্যাংকের ১৬ লাখ ৮ হাজার ৫০৫টি শেয়ার ৭ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।

১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে ব্যাংকটির রিজার্ভের পরিমাণ ৫ হাজার ৬৭৪ কোটি ৭ লাখ টাকা।

ব্যাংকটির শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে ০.১৮ শতাংশ উদ্যোক্ত পরিচালক, ৭৪.৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৭.৮৯ শতাংশ বিদেশি এবং ৭.১১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়েছে। তবে ২০১৭ সাল থেকে এটি প্রতিবছরই ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালের জন্য কোম্পানিটি এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং ডিভিডেন্ড ঘোষণার জন্য তিন মাস সময় চেয়েছে। ইসলামী ব্যাংকিং খাতের শীর্ষ ব্যাংকটি আলোচিত এস আলম গ্রুপের খপ্পরে পড়ে এখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে ইসলামী ঘরোনার ব্যাংকগুলোর মধ্যে এটি আবারও শক্তভাবে দাঁড়াচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে